"Priyo Bondhu" (প্রিয় বন্ধু)
শুনেছিলাম নারীরা বদলে দিতে পারে..
হ্যাঁ, বদলে দিয়েছে "তোকে"...সম্পর্ক শেষ হলে বুঝি ধোঁয়া ওঠে?
নাকি চশমা টা পালটাতে হবে?
দুঃখটা কিসের জানিস?
"প্রেমের" কাছে "বন্ধুত্ব"
আজ পরাজিত বলে...
দুঃখটা কিসের জানিস?
একজন নারীর জন্য..
"বন্ধুত্ব" টা ভেঙে গেল বলে..
ভয় পাচ্ছিস বোকা?
আমি কোনোদিন তোর খারাপ চাইবো না...
তবে যদি কখনো দুঃখ পাস..
আমাকে বলিস..
মন ভালো করে দেবো ।।
No comments:
Post a Comment